এক্সেল বাংলা টিউটোরিয়াল ১

এক্সেল বাংলা টিউটোরিয়াল ১
এই সফটওয়্যারটিকে মাইক্রোসফট এক্সেল, এমএস এক্সেল নামে ডাকা হয়। এটি মাইক্রোসফট অফিস প্যাকেজের সাথে পাওয়া যায়। বর্তমানে নানা ধরনের অফিস প্যাকেজ পাওয়া যাচ্ছে। প্রায় প্রতিটি এক্সেল প্রোগ্রামে কাজের ধরন প্রায় একই। তাই যো কোন একটি এক্সেল শিখলে অন্যগুলোতে কাজ করতে খুব একটা সমস্যা হবে না। সাধারণ ব্যবহারকারীর জন্য এক্সেল এর সামান্য কিছু বিষয় শিখলেই অফিসের জন্য দারুন দারুন কাজ করা যায়। মাইক্রোসফট এক্সেল এর ম্যানু প্রায় এমএস ওয়ার্ডের মতই। লম্বা যে দাগ টানা ঘরগুলো আছে এগুলোকে একত্রে কলাম বলা হয়। কলামগুলো A, B, C, D, E, F দিয়ে চিহ্নিত করা হয়। আড়াআড়ি ঘরগুলোকে বলা হয় রো। যেগুলো ১, ২, ৩, ৪, ৫ দিয়ে চিহ্নিত করা হয়। কলামের ভিতরে একেকটি চারকোনা ঘরগুলোকে বলা হয় সেল। আমরা আজ একটি ছবি দেখবো এবং এর বিভিন্ন অংশ সম্পর্কে জানবো। এক্সেলে কাজ করতে হলে এর বিভিন্ন অংশের পরিচয় জানাটা জরুরি।

Leave a Comment