এক্সেল বাংলা টিউটোরিয়াল ২

মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়াল

মাইক্রোসফট এক্সেলের সাধারণ সর্টকাট
কোনা পথে হাঁটার জন্য বাঙালির খুব খ্যাতি রয়েছে। এই কোনা পথ বিষয়ে নেতিবাচক নানা কথাও শুনতে পাই। সর্টকাট পথে না যেতে অনেকে পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু অনেক সময় এই সর্টকাট ভালো কাজেরও হয় বটে। সফটওয়্যারের ক্ষেত্রে সর্টকাট খুব দরকারি বিষয়। মাইক্রোসফট এক্সেলের অনেক সর্টকাট রয়েছে। যেগুলো এক্সেলের কাজকে আরও বেশি সহজ করে দেয়। আজ আমরা জানবো মাইক্রোসফট এক্সেলের সাধারণ সর্টকাটগুলো সম্পর্কে।

সাধারণ সর্টকাট
Create new file: Ctrl + N
Open File: Ctrl + O
Save file: Ctrl + S
Move between open workbooks: Ctrl + F6
Close file: Ctrl + F4
Select whole spreadsheet: Ctrl + A
Save as: F12
Display the print menu: Ctrl + P
Select column: Ctrl + Space
Select row: Shift + Space
Start a formula: Equals Sign {eg. =SUM(A1+A2)}
Undo last action: Ctrl + Z
Redo last action: Ctrl + Y

মাইক্রোসফট এক্সেলে কাজ করতে গেলে এই সর্টকাটগুলো খুবই কাজে দেবে। সর্টকাটগুলো শিখে নিতে হলে অনুশীলন করা জরুরি। আসুন আজ থেকে সর্টকাটগুলো অনুশীলন করি। এই ধারাবাহিক আলোচনায় মাইক্রোসফট এক্সেলের সবগুলো সর্টকাট সম্পর্কে আলোচনা করা হবে।

Leave a Comment