এক্সেল বাংলা টিউটোরিয়াল ৩

এক্সেল বাংলা টিউটোরিয়াল ৩
এক্সেলের সর্টকাট
সেলকে ফর্মেট করার সর্টকাটগুলো এই পর্বের আলোচনায় থাকছে।
ফর্মেট সেল: Ctrl + 1
ফন্ট নির্বাচন করার জন্য: Ctrl + Shift + F
পয়েন্ট সাইজ সিলেক্ট করার জন্য: Ctrl + Shift + P
মুদ্রা হিসেবে বিন্যাস করার জন্য: Ctrl + Shift + 4
সাধারণ হিসেবে বিন্যাস (যে কোনো বিন্যাস অপসারণ করতে): Ctrl + Shift + # (hash sign)
শতাংশ হিসেবে বিন্যাস করতে: Ctrl + Shift + 5
সংখ্যা হিসেবে বিন্যাস করতে: Ctrl + Shift + 1

এক্সেলের এই সর্টকাটগুলো মনে রাখতে হলে অনুশীলন করতে হবে। অনুশীলন ছাড়া সর্টকাট মনে রাখা সম্ভব না। একবার সর্টকাট মনে ঢুকে গেলে এক্সেলের কাজ পানির মত সহজ হয়ে যাবে। আসুন আমরা এক্সেলের সর্টকাটগুলো অনুশীলন করি।

Leave a Comment