বর্তমান কাল বা Present Tense শেখার জন্য কী করতে হবে?

বর্তমান কাল বা Present Tense শেখার জন্য কী করতে হবে?

বর্তমান কাল শেখার জন্য এর ব্যবহার ও নিয়মগুলো বুঝতে হবে। এবং এটি খুব গুরুত্বপূর্ণ। কীভাবে বর্তমান কাল শিখতে হবে তা নিম্নে বর্ণনা করা হল।

বর্তমান কাল Present Tense কী?

বর্তমান কাল হচ্ছে এখন ঘটছে এমন কোন ঘটনা। এটি সাধারণত সত্য এমন ক্রিয়া ও অবস্থা সম্পর্কে কথা বলতে ব্যবহার করা হয়। বর্তমান কাল গঠনের জন্য আপনাকে বাক্যের বিষয়বস্তুর উপর নির্ভর করে ক্রিয়া সংযোজন করতে হবে। ইংরেজিতে বর্তমান কালের রূপ চারটি।

1. প্রেজেন্ট সিম্পল Present Simple
2. প্রেজেন্ট কন্টিনিউয়াস Present Continuous
3. প্রেজেন্ট পারফেক্ট Present Perfect
4. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস Present Perfect Continuous

1. প্রেজেন্ট সিম্পল Present Simple

বর্তমান কালে কোন কাজ করা হয়ে থাকলে অবথা অভ্যাসগতভাবে করা হয় এমন বোঝালে প্রেজেন্ট সিম্পল কালের ব্যবহার হয়। চিরসত্য বা ইউনিভার্সাল ট্রুথ বোঝাতেও এই টেন্স এর ব্যবহার হয়।
উদাহরণ: আমি কাজ করি: I work

2. প্রেজেন্ট কন্টিনিউয়াস Present Continuous

বর্তমান সময়ে কোন কাজ চলমান আছে এমন সময়কে বর্ণনা করতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে হয়। এই সময় বলার জন্য “to be” (am, is, are) ব্যবহার করতে হয় প্রধান ক্রিয়ার শেষে present participle (-ing form)। বসাতে হয়।
উদাহরণ: আমি কাজ করছি।I am working

3. প্রেজেন্ট পারফেক্ট Present Perfect

প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর সময় হচ্ছে এমন- কোন কাজ আপনি এইমাত্র করে ফেলেছেন কিন্তু এই কাজটির ফল এখনও আছে। এই সব ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ব্যবহার হয়। বাক্য লেখার বা বলার ক্ষেত্রে ক্রিয়ার পূর্বে এবং সাবজেক্টের পরে “have” (have, has) ব্যবহার করতে হয়।
উদাহরণ: আমি কাজ করেছি। I have worked

4. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস Present Perfect Continuous

কোন কাজ আগে শুরু হয়েছে বা অতীতকালে শুরু হয়েছে কিন্তু একনও কাজটি চলমান আছে এমন বোঝাতে এই টেন্স এর ব্যবহার হয়। সাবজেক্ট যদি Third person singular Number এর হয় তবে he/she/it এর পরে has been বসাতে হয়। I/we/you/they এর ক্ষেত্রে have been বসাতে হয়। এবং ক্রিয়ার শেষে ing যোগ করতে হয়।
উদাহরণ: আমি দু ঘণ্টা ধরে কাজ করেছি। I have been working for two hours.

বর্তমান কালের বাক্যগুলির উদাহরণ:

বর্তমান কালের কিছু উদাহরণ এখানে দেখানো হল।

1. প্রেজেন্ট সিম্পল Present Simple
-I work at a company.
-She sings beautifully.
-They live in New York.

2. প্রেজেন্ট কন্টিনিউয়াস Present Continuous
-I am working on a project.
-He is studying for his exams.
-We are watching a movie.

3. প্রেজেন্ট পারফেক্ট Present Perfect
-I have worked here for five years.
-She has visited many countries.
-They have studied Spanish.

5. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস Present Perfect Continuous
-I have been working all day.
-He has been playing the guitar for hours.
-We have been waiting for a long time.

Leave a Comment