বাংলা লিখতে সমস্যা? সমাধান করবেন কীভাবে?

বিজয় কিবোর্ডে বাংলা রেফ লিখতে সমস্যা? সমাধান করবেন কীভাবে?
ইউনিকোডে বাংলা লিখতে গেলে সমস্যা থাকছে না। কিন্তু বিজয় কিবোর্ডে লিখতে গেলেই রেফ @ এর মত চিহ্ন হয়ে যাচ্ছে। বিজয় সফটওয়্যার আনস্টল করে আবার ইনস্টল করেও কোন সমাধান মেলেনি। সেক্ষেত্রে সমাধান হচ্ছে একটি অরিজিনাল লাইসেন্স বিজয় সফটওয়্যার কিনে ইনস্টল করে নেওয়া। এরপর যদি সমস্যা হয় তো বিজয় এর দায়িত্বে যারা আছেন তাদের কাছে বিষয়টি নোটিশ করা যে, এই সমস্যা কেন হচ্ছে। তারা অবশ্যই একটা কোন সমাধান দিতে পারবেন। আপনি যদি এই বিষয়টি নিয়ে তাদের সাথে আলোচনা করতে যান তবে অনেক সময় লাগবে। দূর থেকে হয়তো তারা কোন সমাধান দিতে পারবেও না। এই ক্ষেত্রে আপনি কী করবেন। আপনি রেফ লিখতে পারছেন না। ধর্ম লিখতে গেছেন হয়েছে ধম@। লেখাটারই বারোটা বেজে গেছে। এই লেখা আপনি কোথাও শেয়ারও করতে পরবেন না। সেক্ষেত্রে দুটো পদ্ধতি আছে।

এটি হচ্ছে এমএস ওয়ার্ড এর স্টার্ট ম্যানু থেকে Word option ক্লিক করুন। ক্লিক করার পর proofing অপশনে ক্লিক করুন। সবগুলো টিক চিহ্ন তুলে দিন। Autocorrect Option থেকে সব টিক চিহ্ন তুলে দিন। তারপর MS word বন্ধ করে আবার খুলন। রেফ বর্ণ টাইপ করে দেখুন সমস্যার সমাধান হয়েছে কি না। যদি না হয় তবে আবার আরেকটি কাজ করুন। এমএস ওয়ার্ড খুলে Insert অপশন খুলে সবার ডানদিকে দেখুন Symbol নামের একটি আইকন আছে। সেখানে ক্লিক করুন। Symbol অপশন খুলে যাওয়ার পর ফন্ট লেখা অংশে সার্চ করে Sutonny MJ ফন্ট খুঁজে বের করুন। বাংলা বর্ণগুলোর ডান পাশে একটি স্কল বার রয়েছে। সেখানে মাউস পয়েন্ট নিয়ে ধরে একটু নীচে নামলেই রেফ বর্ণটি পাওয়া যাবে। রেফ বর্ণে সিলেক্ট করে Shortcut Key তে ক্লিক করে Press New Shortcut Key এর ঘরে গিয়ে মাউস পয়েন্টার রেখে সিলেক্ট করে কিবোর্ডে Alt+A চেপে ধরলে সেখানে Alt+A লেখাটি শো করবে। শো করার পর Assign বাটনে ক্লিক করে বের হয়ে আসুন। এবার রেফ বর্ণ টাইপ করার সময় Shift+A চাপার পরিবর্তে Alt+A চেপে রেফ লিখুন। এখন আর রেফ বর্ণ @ আর এমন দেখা যাচ্ছে না। সমস্যা সমাধান হয়েছে। এখন আপনি সহজেই ধর্ম, কর্ম ইত্যাদি লিখতে পারবেন।

Leave a Comment