নারকেল তেল ত্বকের কী উপকার করে?

নারকেল তেল ত্বকের কী উপকার করে?
গ্রাম থেকে শহর নারীদের কাছে চুলের যত্নে নারকেল তেল প্রথম পছন্দ। সুপ্রাচিন কাল থেকে নারীকেল তেল চুলের যত্নে ব্যবহার করছেন আমাদের এই অঞ্চলের মা-বোনেরা। নারকেল তেল দিয়ে চুলের যত্ন নিলেও এটা দিয়ে যে ত্বকের যত্ন নেওয়া যায় তা হয়তো জানেন না। যদি কেউ করে থাকেন তবে তো তিনি এর উপকার জানেনই আর আপনি যদি ত্বকের জত্নের জন্য ব্যবহার না করে থাকেন তব আজ থেকেই ব্যবহার করুন দেখুন কী উপকার মেলে।

নারকেল তেলে নানা ধরনের গুণ আছে। অন্যদিকে এই তেলের ফ্যাটি এ্যাসিড তুললতুলে করে তোলে ত্বককে। রাতভর নারকেল তেল মুখে মেখে রাখলে আর বাড়তি কোন ক্রিম মাখার প্রয়োজন পড়বে না বলে অভিজ্ঞরা বলে থাকেন। রাতভর নারকেল তেল মেখে রাখলে ত্বকের আদ্রতা বাড়ায়। প্রদাহ কমায়। নারকেল তেলে কিছুক্ষণ ত্বকে মেখে রাখলে শীতল ভাব আসে। মুখে ধুলো ময়লা জমে অনেক সময় জ্বালা ভাব তৈরি হয়। নারকেল তেল এই জ্বালা ভাব কমিয়ে দেয়। মুখের ওপর কোন দাগ থাকলে নিয়মিত রাতে নারকেল তেল মেখে রাখলে একসময় সেই দাগও উঠে যায়।

Leave a Comment