কোথায় ণ-ত্ব বিধানের নিয়ম চলে না

কোথায় ণ-ত্ব বিধানের নিয়ম চলে না
বাংলাদেশে নেত্রকোনা নামে একটি জেলা আছে। নেত্রকোনা বানান দুইভাবে লেখা হয় এই জেলায়। সরকারি দপ্তরে লেখা হয় নেত্রকোণা আবার একদল লেখক তাকে নেত্রকোনা হিসেবে লিখে থাকেন। এই জেলার বানান নিয়ে প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় যায় প্রায়। ব্যাকরণ মেনে চললে নেত্রকোনা শুদ্ধ আবার নেত্রকোনা যেহেতু একটি এলাকার নাম সুতরাং সেখানে নেত্রকোণা লিখলেও সমস্যা নাই। জেলার নাম ভুল বানানে লেখা। ভুল বানানে শুদ্ধ নাম। যাক আজকের আলোচনা তা নয়। আজকের আলোচনা কোথায় ণ-ত্ব বিধানের নিয়ম চলে না।

ত-বর্গযুক্ত দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয় না। উদাহরণ: বৃন্ত, বৃন্দ, গ্রন্থ। বাংলা ক্রিয়াপদের অন্তঃস্থিত দন্ত-ন মূর্ধন্য-ণ হয় না। উদাহরণ: ধরেন, করেন, যাবেন, নিবেন, দিবেন, করন ইত্যাদি। বিদেশি শব্দের ক্ষেত্রে দন্ত-ন মূর্ধন্য-ন হয় না। যেমন: জার্মান, ফরমান, নিশান ইত্যাদি। পূর্ব পদে ঋ, র, ষ থাকলে পরপদে দন্ত্য-ন মূর্ধন্য-ণ হয় না। উদাহরণ: মৃগনাভি, ত্রিনেত্র, দুর্নাম, মৃন্ময়।

তথ্যসূত্র: সমোচ্চারিত শব্দের অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ, মুনীর চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

Leave a Comment