অনলাইনে গল্প লিখে আয় করার উপায়

অনলাইনে গল্প লিখে আয় করার উপায়
দিন দিন অনলাইন মাধ্যমে বেশ উন্নতি করছে। মানুষও অনলাইন নির্ভর হয়ে পড়ছে। এখনও কাগজে ছাপা বইয়ের কদর কমে না গেলেও অনলাইনে বই পড়া, গল্প পড়ার প্রবণতা বেড়েছে। অনেকেই ভালো লিখতে পারেন। ফেসবুকে দেখি অনেকই অনেক গ্রুপে বেশ ভালো ভালো গল্প পোস্ট করেন। ফেসবুকের এই গল্প পোস্টে হয়তো কিছু লাইক, কমেন্টস্ বাহাবা পাওয়া যায় তবে লেখক তার পরিশ্রমের ফল শুধু প্রশংসা পাওয়া পর্যন্তই। নিজের বইয়ের প্রচার প্রচারণায় অনেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আশ্রয় নিচ্ছেন তারা হয়তো তার ভালোও পাচ্ছেন। তারা ভালো লেখক, বাংলা অফলাইন মার্কেটে তাদের অনেক কদরও হয়তো আছে। কিন্তু যারা ফেসবুক পর্যন্ত লিখেই বসে আছেন তারা যদি অনলাইনে লিখে ভালো আয় করতে পারতেন তবে কেমন হত?

শখের বসেই লেখালেখি শুরু করেছিলেন লামইয়া জাহান এশা। বর্তমানে তাঁর আয়ের বড় উৎস এই লেখালেখি। ওয়াটপ্যাট ও গুডনোবেলের মত বিখ্যাত অনলাইন প্লাটফর্মগুলোর রেজিস্ট্রার্ড লেখক তিনি। সারা পৃথিবীর লক্ষ লক্ষ পাঠক তাঁর বই পড়ে টাকা দিয়ে। বাবা মারা যাওয়ার পর সেই এখন তার সংসারের প্রধান চালিকা শক্তি।

আপনি লিখুন। লিখুন একটি নিদ্রিষ্ট বিষয়ের ওপর। লেখালেখিকে আপনার ধ্যান ও জ্ঞান করে নিতে পারলে এই প্লাটফর্ম আপনার আয়ের প্রধান মাধ্যম হয়ে উঠতে পারে। ব্লগ লিখেও অনেকে ভালো ইনকাম করে। কোন নিদ্রিষ্ট বিষয়কে ধরে যদি আপনি একটি ব্লগ সাইট পরিচালনা করেন এবং নিয়মিত তথ্যভিত্তিক লেখা পোস্ট করতে থাকেন তখন দেখবেন এক সময় সেই সাইট দাঁড়িয়ে গেছে। সে আপনার পাশে এসে দাঁড়িয়েছে বন্ধুর মত। ভালো লেখায় ভালো ভিউয়ার আসবে। ভালো ভিউয়ার মানে আপনার বিভিন্ন এ্যাড সাইড থেকে এ্যাড শো করে ভালো টাকা ইনকাম করতে পারেন। গুগলের এ্যাডসেন্সের মাধ্যমে আপনার সাইট মোনিটাইজ করে আপনার লেখার মাধ্যমে আয় করতে পারেন।

লিখতে হবে ইংরেজিতে- বাংলা ভাষায় লিখলেও হবে। তবে ইনকাম কম হবে। আপনাকে চেষ্টা করতে হবে ইংরেজিতে লিখতে। অনলাইন থেকে ইনকাম করা এবং আয় করতে হলে ইংরেজি জানতে হবে। অনলাইন থেকে আয় করার জন্য ইংরেজি না জানলে তেমন উন্নতি করা যাবে না। লেখা পোস্ট করে আয় করার নানা সাইট রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ওয়ান স্টোরি। আপনার লেখা ইংরেজিতে তাদের কাছে পাঠাতে পারবেন। এখানে প্রতিটি আর্টিকেলের বিপরীতে ১০০ ডলার পর্যন্ত পাওয়া যায়। The People’s Friend নামে আরও একটি সাইট রয়েছে যেখানে লিখে টাকা ইনকাম করা যায়। তাছাড়া লাইমা লিখছে ওয়াটপ্যাট ও গুডনোবেলের মত প্রতিষ্টানে।

আপনি যদি মনে করেন যে আপনারও গল্প বলার দারুন যোগ্যতা আছে তো শুরু করে দিন। কে জানে এমাজনের মত প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি আপনার বই প্রকাশ করতে পারবেন। আপনার লেখা পড়বে সারা পৃথিবীর মানুষ। আপনার এ্যাডভেঞ্চারের গল্প, ভালোবাসার গল্প, ভালো লাগার গল্পগুলো বলুন পৃথিবীকে। এই সখ একদিন আপনাকে আয়ের পথ বাতলে দেবে।

Leave a Comment