গুগলের ওয়েব মাস্টার টুল

ওয়েবমাস্টার টুল কী?

ওয়েব মাস্টার টুল সম্পর্কে আমরা শুনেছি। বিভিন্ন সময় আমরা এই রকম বিভিন্ন লেখা দেখে থাকি। ওয়েব মাস্টার টুলের মাধ্যমে আপনার ব্লগ বা ওয়েব সাইটকে সার্চ ইঞ্জিনে র‌্যাঙ্ক করতে পারবেন।

বর্তমান সময়ে গুগল ওয়েব মাস্টার টুল হচ্ছে সব থেকে জনপ্রিয়। কারন মানুষ কোন কিছু খুঁজতে চাইলে গুগলের সহায়তা নেয় সবার আগে। তাই সবাই গুগলের ওয়েব মাস্টার টুলে তার সাইটটি সাবমিট করতে চায়। গুগলের ওয়েব মাস্টার টুলের মাধ্যমে একজন ওয়েব এডমিন তার সাইট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারে। এটির মাধ্যমে গুগলের সার্চ রেজাল্টে তার সাইট ভালোভাবে তার ওয়েব সাইট উপস্থিত হতে সহায়তা করে। গুগল ওয়েব মাস্টার টুল থেকে নানা ধরনের তথ্য পাওয়া যায়।

ওয়েব মাস্টার টুল থেকে যে তথ্য পাওয়া যায়

ক. কোন সাইটের কোন নিদ্রিষ্ট অংশ ক্রাউলিং না করতে পারলে তার তথ্য পাওয়া যায়।
খ. গুগল ওয়েব মাস্টার টুলের মাধ্যমে এটি XML সাইটম্যাপ সাবমিট করা যায়।
গ. টাইটেল ও ডেসক্রিপশন ম্যাটা ট্যাগে কোন সমস্যা থাকলে তা শনাক্ত করা যায়।
ঘ. robots.txt ফাইল তৈরি করা যায়।
ঙ. যে সার্চ কি ব্যবহার করে একজন ব্যবহারকারী ওয়েবসাইটে প্রবেশ করে সে সম্পর্কে জানা যায়।
চ. অন্য কোন সাইট ব্যাকলিংক করেছে সে সম্পর্কে জানা যায়।

কেন ব্যবহার করবেন Google Webmaster Tool?
ক. এর মাধ্যমে কোন সাইটের নতুন কোন লেখা বা কোন আপডেট দ্রুত ইনডেক্স করা যায়।
খ. দেশ ও ভাষা টার্গেট করে লেখাকে ইনডেক্স করা যায়।
গ. ব্লগের লেখা মনিটরিং করা যায়।
ঘ. ব্লগ বা ওয়েব সাইট কেমন পারফর্ম করছে সে সম্পর্কে ধারনা পাওয়া যায়।
ঙ. কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করে সাইটে ভিজিটর আসছে সে সম্পর্কে ধারনা পাওয়া যায়।

সাইটের স্প্যাম রিপোর্ট, সাইটের বিভিন্ন সমস্যা সম্পর্কে এটি প্রতিবেদন তৈরি করে। তখন একজন ওয়েব এডমিন সেই আলোকে পদক্ষেপ গ্রহণ করতে পারেন। গুগল ওয়েব মাস্টার টুলকে এসইও এর মুখ্য উপাদান বলা হয়। এই টুলটি আপনার সাইটের এসইও এর জন্য প্রধান ভূমিকা পালন করে। তবে গুগল এখন তাদের ওয়েবমাস্টার টুল এর ফাংশনগুলোকে গুগল সার্চে নিয়ে আসে। এভাবে এসইওর ক্ষেত্রে গুগল এর ওয়েব মাস্টার টুল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে।

Leave a Comment