এসইও করে আয় করার উপায়

এসইও কেন করে?

মানুষ বিভিন্ন উপায়ে তার পণ্য বিক্রি করতে চান। কিংবা তার একটি ব্লগের প্রচার করতে চান। ধরুন আপনি একটি অনলাইন পোর্টালের মাধ্যমে অনলাইনে বই বিক্রি করেন আপনার সাইট যদি কেউ খুঁজেই না পায় তবে কেমন করে বিক্রি হবে? তখন আপনার সাইটকে গুগল সার্চে উপরের দিকে আনার ব্যবস্থা করতে হবে। তখন যে কাজটি করতে হবে একেই সংক্ষেপে SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইশেন বলে।

এসইও এর মাধ্যমে আয় করা

SEO করে আয় করার যায়। অনলাইন মার্কেট এখন প্রতিযোগিতার মার্কেট। যদি আপনার নিজের সাইটে এসইও করে প্রচুর ভিজিটর নিয়ে আসতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনার সাইট থেকে বিভিন্ন পণ্য বিক্রি করতে পারবেন, আবার বিজ্ঞাপন থেকেও আয় করতে পারবেন। ইন্টারনেটে বিজ্ঞাপন থেকে আয় করার জনপ্রিয় মাধ্যম হচ্ছে google এর Adsense । সাইটে প্রচুর ভিজিটর এলে আপনার সাইটকে গুগল এডসেন্সে সাবমিট করুন। আগে বাংলা সাইটে বিজ্ঞাপন প্রদান করতো না। এখন গুগলের এডসেন্স থেকে বাংলা সাইটেও বিজ্ঞাপন দিচ্ছে। এডসেন্স যে বিজ্ঞাপন আপনার সাইটে শো করে সেই বিজ্ঞাপনে কেউ ক্লিক করলে সাইটের মালিক কিছু টাকা আয় করেন। একাউন্টে ১০০ ডলার হলে ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা আনা যায়। সাইটে বিজ্ঞাপনের পাশাপাশি বিভিন্ন আউটসোর্সিং মার্কেটে এসইও বিষয়ক অনেক কাজ পাওয়া যায়। সাধারণত কিওয়ার্ড রিসার্চ, ব্যাকলিংক তৈরি করা, অনপেইজ অপটিমাইজেশন করা, এসইও ফ্রেন্ডলি কনটেন্ট লেখা ইত্যাদি।

কাজের কেমন সুযোগ রয়েছে?

অনলাইন বিপননের দিকে বিশ্ব ঝুকে পড়েছে। এই কাজগুলো করতে হলে এসইও শিখতে হবে। কারণ এসইও করেই আপনাকে প্রচারের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হবে। ডিজিটাল বিপনন দিন দিন বাড়বে বৈ কমবে না। তাই এসইওর মাধ্যমে আয় করা সম্ভব। যারা ভালোভাবে এসইও শিখেছে তাদের কাজের অভাব হয়েছে বলে শোনা যায় না। এসইও শিখে আপনি ঘরে বসেই কাজ করতে পারেন। আপনি হয়ে উঠতে পারেন আপনার বস। কথাটা শুনতে হয়তো খুব ভালো লাগছে তবে ভালো করে শেখার বিকল্প নাই। যা শিখুন না কেন সেই বিষয়ে পুরোপুরি দক্ষ না হলে সফল হওয়া যায় না সে আপনিও ভালো বুঝেন। সুতরাং আজই শুরু হোক এসইও শেখা।

Leave a Comment