প্রসেসর কী? প্রসেসর এর জেনারেশন কতটা গুরুত্বপূর্ণ?

প্রসেসর কী? প্রসেসর এর জেনারেশন কতটা গুরুত্বপূর্ণ?

কম্পিউটার যখন ব্যবহার করেন তখন প্রসেসর সম্পর্কেও জেনে থাকবেন। Core i3, Core i5, Core i7 নামের বিভিন্ন প্রসেসর সম্পর্কে আমরা শুনেছি। এই প্রসেসরগুলো হচ্ছে ইন্টেল কোম্পানি কর্তৃক তৈরিকৃত প্রসেসর। ইন্টেল প্রায় প্রতি বছর তাদের প্রসেসরের নতুন জেনারেশন বাজারে নিয়ে আসে। কম্পিউটারের প্রসেসরের ভিতরে ছোট ছোট ট্রানজিস্টর থাকে। এগুলো যত ছোট হয় প্রসেসরের দক্ষতা তত ভালো হয় এবং পাওয়ার এর ব্যবহারও কম হয়। ইন্টেল প্রতি বছর কিংবা প্রতি জেনারেশনে এই ট্রানজিস্টরের সাইজ আগের বছরের থেকে ছোট করে। বর্তমানে ইন্টেল সব থেকে ছোট ট্রাসজিস্টর এর সাইজ করেছে ১৪ ন্যানোমিটার। আগে এট ছিলো ২০ ন্যানোমিটার। এর আগে আরও বড় ছিলো। তাই প্রতি জেনারেশন অন্তর অন্তর প্রসেসরের দক্ষতা বাড়তে থাকে। তাই আগের জেনারেশনের থেকে লেটেস্ট জেনারেশনের দক্ষতা অনেক ভালো হয়। তাই ভালো পারফরমেন্স পেতে হলে প্রসেসরের জেনারেসন একটি প্রধান বিষয় হয়ে দাঁড়ায়।

Core i3, Core i5, Core i7 প্রসেসরগুলোর মূল পার্থক্য কী?

Core i3 প্রসেসর এর একটি বিশেষ ফিচার রয়েছে। যার নাম হাইপারথ্রেডিং। Core i3 প্রসেসর একটি বেসিক প্রসেসর এবং ডুয়ালকোর প্রসেসর। বিশেষ ফিচার হাইপারথ্রেডিং এর কারনে এই প্রসেসর এর কোরকে অপারেটিং সিস্টেম দ্বিগুন মনে করে। ডুয়াল কোর অপারেটিং সিস্টেমকে কোয়াড কোর হিসেবে। ২.৪ এবং ৩.৪ GHz ক্লক স্পিড ও ক্যশ মেমরির পার্থক্য রয়েছে বিভিন্ন মডেল ভেদে। সাধারণ কম্পিউটিং এর জন্য এটি ভালো প্রসেসর। কেউ যদি গ্রাফিক্স এর কাজ, ওয়েব ডিজাইন করতে চায় তার জন্য এই প্রসেসর ভালোই সার্ভিস দিতে পারবে।

অনেকে দাম দিয়ে Core i5, Core i7 প্রসেসর এর কম্পিউটার নিতে চায়। বাজেট কম থাকলে এগুলো না নিয়ে Core i3 দিয়ে অনায়াসে কাজ চালিয়ে নিতে পারবে। Core i5 প্রসেসরটি ল্যাপটপে ডুয়ালকোর হিসেবে থাকে। হাইপারফ্রেড প্রযুক্তি থাকায় এটি কোয়াডকোর হিসেবে কাজ করে। ডেস্কটপে কোয়াড কোর হিসেবেই পাওয়া যায় যদিও ডেস্কটপে সাধারণত হাইপারথ্রেড সুবিধা থাকে না। Core i3 থেকে Core i5 এর কর্মদক্ষতা অনেক বেশি। তাই গ্রাফিক্স, গেমিং, ভিডিও এডিটিং, এডব প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট এর মত সফটওয়্যার ভালোভাবেই রান করবে। Core i7 প্রসেসরটি ইন্টেল এর সব থেকে ভালো প্রসেসর। এই প্রসেসর এর ক্লক স্পিড অন্যান্য প্রসেসরগুলোর থেকে ভালো। এই প্রসেসরের ক্যশ মেমোরী ৮ এমবি। এর ট্রানজিস্টার বেশি। বড় বড় গেম খেলা, থ্রিডি এনিমেশন, গ্রাফিক্স ডিজাইন, ভালো মানের অডিও এডিটিং, ভিডিও এডিটিং ও রেন্ডারিং এর জন্য এই প্রসেসর খুবই ভালো কাজ করে থাকে।

জেনারেশন কীভাবে বুঝবেন?

কথার কথা একটি প্রসেসর এর Core i3 5580 এই রকম লেখা আছে। এখানে সিরিয়াল এর সামনে 5 দেখে আপনি বুঝতে পারবেন এটি পঞ্চম জেনারেশন এর প্রসেসর। জেনারেশন চিনতে সমস্যা হলে। কিংবা আপনি কম্পিউটার নতুন কিনতে বের হয়েছেন সাথে একজন অভিজ্ঞ কাওকে নিতে পারেন। এতে করে মনের মাঝে এক ধরনের বিশ্বাস তৈরি হবে।

আপনার জন্য কোন জেনারেশনের কোন প্রসেসর?

বাজেট কম থাকলে আর সাধারণ ব্যবহারের জন্য, কিছু অফিস ওয়ার্ক, ইন্টারনেট চালানোর জন্য কম্পিউটার কিনতে চাইলে আপনি Core i3 প্রসেসর এর কম্পিউটার কিনতে পারেন। সাধারণ অফিসের কাজের জন্য আগের জেনারেশনের কম্পিউটারও ভালোভাবে কাজ চালিয়ে নিতে পারবে। একটু গেমিং করার শখ থাকলে, ভালো ডিজাইন করার ইচ্ছে থাকলে, হোম ভিডিও, ইউটিইব এর জন্য ভালো মানের কনটেন্ট তৈরি করতে চাইলে আপনি Core i5, Core i7 এর লেপটপ কিংবা ডেস্কটপ নিতে পারেন। গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে আরও কিছু ডিভাইজের প্রয়োজন পড়বে যদিও। এখানে যেহেতু ইন্টেলের প্রসেসর ও জেনারেশন সম্পর্কে একটু ধারনা দিতে চেয়েছি তাই অন্যান্য বিষয়ে বেশি আলোচনা করলাম না।

Leave a Comment