এনএফটি বিক্রি করে আয় সম্ভব?

এনএফটি বিক্রি করে আয় সম্ভব?


অনলাইনে এনএফটি বিষয়ে বেশ সোরগোল পড়েছে। কেউ বুঝে আবার কেউ না বুঝে এনএফটি লেনদেন করে লাভবান হচ্ছেন। আবার এই ক্রেজে পড়ে অনেকে হয়তো ক্ষতির মুখে পড়ছেন। এই এনএফটি বিক্রি করে আসলে কেমন আয় হয়। কিনলেই বা কেমন আয় উন্নতি হয় তা আসলে গভীর গবেষণার বিষয়।

লাভ-লোকশান কেমন করে হয়?
এনএফটি কেনা-বেঁচা করে লাভবান হতে পারেন যদি আপনার ভাগ্য ভালো থাকে। এই ক্ষেত্রে লাভবান হওয়া নির্ভর করছে এনএফটির ধরন, এনএফটির জনপ্রিয়তা, সঠিক সময়ে এনএফটিতে বিনিয়োগের ওপর। এটা অনেকটা ক্যাসিনোতে বসে জুয়া খেলার মত।

কী ধরণের ফাইল এনএফটি হিসেবে জনপ্রিয়?
ছবি, ভিডিও, ভিডিও গ্যামের বিশেষ চরিত্র, ডিজিটাল আর্ট ইত্যাদি বিষয়কে এনএফটি করা যায়। তবে স্থির চিত্র বেশি জনপ্রিয় বলে অবিজ্ঞরা বলে থাকেন। এবং এনএফটি মার্কেট বিশ্লেষণও তাই বলে।

এনএফটির বৈশিষ্ট্য কী?
এনএফটিতে প্রতিটি ফাইলের একটি নিজস্ব সিরিয়াল নাম্বার দেয়া হয়ে থাকে। আর সেই সিরিয়াল নম্বারের মালিকানা বিষয়ক তথ্য ব্লকচেইনের মাধ্যমে সংরক্ষিত থাকে। এর কারণে সহজেই মালিকানা যাচাই করা যায়। যার কারণে এনএফটি ফাইল কেনা-বেঁচায় প্রতারণার সুযোগ থাকেন না। তাই অনলাইন বাজারে এনএফটি তৈরি, বিক্রি ও কেনা যাচ্ছে সহজেই। তাই এই বাজারে ক্রেতা ও বিক্রেতার সমাগম হচ্ছে বেশ।

এনএফটি বাজারে কারা এনএফটি বিক্রি করছে?
সাধারণত শিল্পিরা তাদের ডিজিটাল আর্ট বিক্রি করতে অনেকেই এনএফটি মার্কেটকে বেছে নিচ্ছে। শুধু শিল্পীরাই নন, এনএফটি কমদামে কিনে বেশি দামে বিক্রি করে অনেকেই লাভবান হচ্ছে। কিছু কিছু উদাহরণ হয়ত দেখা যাচ্ছে যে, মানুষ লাভবান হচ্ছে তবে এই সংখ্যাটা এখনও খুব কম। এনএফটি বাজারে শিল্পীরা তাদের ছবি এনএফটি মার্কেটে হাজির করছেন কিন্তু বিক্রি হচ্ছে খুবই কম। চড়া দামে এনএফটি কিনি পরে লোকসান দেওয়ার নজিরও রয়েছে বেশ।

এনএফটির মূল্য কীভাবে নির্ণয় হয়?
এনএফটির বাজারে মূল্য নির্ধারিত হয়ে থাকে ক্রেতাদের চিন্তার ওপর। সঠিক দাম নির্ণয়ের কোন পদ্ধতি নাই। ক্রেতা আর বিক্রেতাদের হুজুগের ওপর দাম নির্ধারিত হয়ে থাকে। কোন কিছু বিক্রি করার জন্য কিংবা কোন শিল্পকর্ম বিক্রি করার জন্য যেমন দাম নির্ধারনে একটি প্রক্রিয়া মাধ্যমে যেতে হয় সেখানে এনএফটি মার্কেটে তেমন কিছু নেই। কোন সেলিব্রেটি যদি কোন এনএফটি প্রচার করেন তবে এর দাম কোন কারণ ছাড়াই বেড়ে যায়।

এনএফটিতে বিনিয়োগ কী নিরাপদ?
এনএফটি একটি নতুন প্লাটফর্ম। এখনও এটি নিরীক্ষার ভিতরদিয়ে যাচ্ছে। তাই এনএফটিতে যদি বিনিয়োগ করতে চান তবে একটু সাবধানে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ হবে। এনএফটি প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিতে হবে। আর কেমন করে এর মূল্য নির্ধারন করা হয় তারও বিশেষ উপায় থাকা প্রয়োজন। এনএফটি বাজারের ওপর এখনও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর, আর্টিস্টদের নির্ভর করা উচিত নয়। তবে এটি হয়তো একসময় শক্ত অবস্থানে যাবে, তাই এনএফটির সাথে হাঁটতে হবে খুব সাবধানে।

Leave a Comment