ওয়েব সাইট তৈরির প্রাথমিক ধারণা।

আমরা কেমন করে একটি নিজের ওয়েব সাইট বানাতে পারি
কীভাবে ওয়েভ ডেভেলপমেন্ট শিখবেন?
একটি ওয়েবসাইট তৈরির পেছনে অনেকগুলো হাত কাজ করে। ওয়েব সাইট ডিজাইনার ও ওয়েব সাইট ডেভেলপার এর মাঝে একটু পার্থক্য রয়েছে। একজন ওয়েবসাইট ডিজাইনার একটি ওয়েব সাইটের বাইরের কাঠামো তৈরি করেন। এবং সেই কাঠামোকে প্রাণ সঞ্চার করেন একজন ওয়েব ডেভেলপার। একজন ওয়েব ডিজাইনার ওয়েব সাইটের লগো তৈরি করেন, ব্যানার, এইচটিএমএল, সিএএস দিয়ে ওয়েব সাইটের বাইরের কাঠামো তৈরি করেন। আর একজন ওয়েব প্রোগ্রামার সেই কাঠামোকে সজীব করে তোলেন তাকে সচল করেন। প্রাথমিকভাবে একটা ওয়েব সাইট ওয়েব ডিজাইনার ডিজাইন করেন এবং পরের কাজগুলো করেন একজন প্রোগ্রামার। কিন্তু এই কাজগুলো একাই করেন অনেকে। তাদের আমরা ওয়েব ডেভলপার বলে থাকি।

ওয়েব সাইট কীভাবে তৈরি করা যায়?
অনেকভাবে ওয়েব সাইট তৈরি করা যায়। ওয়েব সাইট তৈরি করা পূর্বে অনেক কঠিন একটি কাজ ছিলো। বর্তমানে সিএমএস এসে যাওয়ায় অনেকেই প্রোগ্রামিং দক্ষতা ছাড়াই নিজের জন্য ছোট একটি ওয়েব সাইট তৈরি করা কঠিন কোন কাজ নয়। অনেকে ব্লগ লিখে থাকেন। ব্লগ সাইটে তেমন প্রোগ্রামিং এর প্রয়োজন পড়ে না বললেই চলে। এই সাইটগুলো তৈরিতে সিএমএস দারুন ভূমিকা রাখছে।

সিএমএস কী?
সিএমএস মানে হল- কনটেন্ট ম্যানেজম্যান্ট সিস্টেম। কতগুলো জনপ্রিয় সিএমএস হলো ওয়ার্ডপ্রেস, জুমলা, দ্রুপাল ইত্যাদি। এগুলো দিয়ে ব্লগসাইট তৈরি করতে কোন প্রকার ওয়েবি ডিজাইন বা প্রোগ্রামিং জানতে হয় না। জানলে ভালো। কারণ এগুলো যারা তৈরি করেন তারা তো প্রোগ্রাম ছাড়া করতে পারেন না। বর্তমানে সিএমএস এর মধ্যে ওয়ার্ডপ্রেস খুবই জনপ্রিয় সিএমএস। কিছুদিন এটার ওপর কাজ করলে যে কেউ ওয়ার্ডপ্রেসে দক্ষ হয়ে উঠতে পারেন।

আপনি কী আপনার জন্যে একটি ওয়েব সাইট বানাতে চাইছেন?
অনেকেরেই অনলাইনে লেখালেখি করার অভ্যাস আছে। অনেকে হয়তো ভ্রমণ করেন, ছবি তোলেন, ভিডিও বানান। চাইছেন এগুলো দিয়ে একটি ব্লগ চালাবেন তবে ওয়ার্ডপ্রেস আপনাকে খুব ভালো সহায়তা করতে পারে। খুব বেশি দক্ষ না হলে ওয়ার্ডপ্রেসের মূল সাইটে https://wordpress.com গিয়ে নিজের একটি ব্লগ তৈরি করে নিন। যদি ডোমেইন হোস্টিং সম্পর্কে প্রাথমিক কোন ধারনা না থাকে তবে প্রথমদিকে একটি ব্লগ সাইট খুলে কীভাবে ওয়ার্ডপ্রেস কাজ করে সে সম্পর্কে ধারনা নিন। তারপর একটি হোস্টং সাইট থেকে ডোমেইন কিনে, হোস্টিং করে সেখানে ওয়ার্ডপ্রেস সিএমএস ইন্সস্টল করে তারপর আপনি আপনার মত করে একটি সুন্দর ব্লগ প্রকাশ করতে পারবেন। হোস্টিং ও ডোমেইন সম্পর্কে অন্য একটি লেখায় শেয়ার করবো। শুধু এই টুকু জেনে রাখুন ওয়ার্ড প্রেসের সাব ডোমেইন দিয়ে ব্লগে লেখার থেকে একটি টপ ডোমেইন দিয়ে ব্লগ তৈরি করে লেখার মূল্য অনেক বেশি। আমার ক্ষুদ্র জ্ঞানে এই টুকু জানিয়ে রাখি যে ডোমেইন ও হোস্টিং কী? ডোমেইন হচ্ছে একটি নাম যেমন এই সাইটের নাম। আর হোস্টিং হচ্ছে এই সাইটের সকল তথ্য রাখার একটি নিদ্রিষ্ট স্থান। এখন অনেকে প্রশ্ন করতে পারেন টপ ডোমেইন আবার কী? টপ ডোমেইন হচ্ছে .com, .info, .net ইত্যাদি সংযুক্ত ডোমেইনগুলো।

Leave a Comment