কম্পিউটারের গতি বাড়ানোর উপায়/ট্রিকস

কম্পিউটারের গতি বাড়ানোর উপায়/ট্রিকস
কিম্পিউটারের গতি কমে গেলে কোন কাজই করা যায় না। না ব্রাউজার খুলে একটু ইন্টারনেট ব্রাউজ করা যায় না কোন ডকুমেন্ট তৈরি করা যায়। গতি স্লো হয়ে গেলে অনেক সময় মাথার চুল ছিড়তে ইচ্ছে করে। কম্পিউটার পুরোনো হয়ে গেলে এই ধরণের সমস্যা আরও বেশি দেখা যায়।

কম্পিউটারের গতি যেভাবে বাড়াবেন?
অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইল দূর করে নিন:আপনি যখন কম্পিউটারে কাজ করেন তখন কম্পউটারে অনেক ধরণের অপ্রয়োজনীয় ফাইল তৈরি হয়। এই অপ্রয়োজনীয় ফাইল আমাদের কম্পিউটার বা লেপটপের গতি কমিয়ে দেয়। এই অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে আমরা আমাদের কম্পিউটারের গতি বারিয়ে নিতে পারি। কম্পিউপারের run অপশনে গিয়ে prefetch লিখুন এবং এন্টার প্রেস করুন। অনেকগুলো ফাইল দেখাবে- ফাইলগুলো ডিলিট করুন। এই কাজ করার পর run অপশনে প্রবেশ করে লিখুন %temp% দেখবেন অনেকগুলো .temp ফাইল শো করেছে। সবগুলো সিলেক্ট করে ডিলিট করুন। অনেক সময় দুই একটা ফাইল ডিলিট হতে চাইবে না। এগুলোকে বাদ দিয়ে সবগুলো ডিলিট করে দিন। এভাবে নিয়মিত কাজগুলো করলে আপনার কম্পিউটার ভালোভাবে কাজ করবে।

কম্পিউটারকে ম্যালওয়্যার ও স্পাইওয়্যারমুক্ত রাখুন
ম্যালওয়্যার, স্পাইওয়্যার ও সর্টকাট ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে কম্পিউটার ঠিকমত কাজ করে না। স্লো হয়ে যায়। এগুলো আসে সাধারণত পেনড্রাইভ থেকে। পেন ড্রাইভের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে প্রবেশ করতে থাকে। কম্পিউটারে ভালো মানের ভাইরাস স্ক্যানার ইনস্টল করে রাখুন। প্যান ড্রাইভ অপেন করার পূর্বে অবশ্যই পেন ড্রাইভ স্কেন করে ভাইরাস ও ম্যালওয়্যারমুক্ত করে নিন।

ভাইরাসমুক্ত কম্পিউটার ভালো সেবা দিতে পারে
কম্পিউটারকে রাখুন ভাইরাসমুক্ত। ভাইরাস কম্পিউটারের পারফরমেন্স ধ্বংস করে দিতে পারে। দেখা যাবে ভাইরাস আপনার কম্পিউটারের সকল ফাইল এক্সটেনশন নষ্ট করে দিয়েছে। এবং আপনি কোন ফাইন খুলতে পারছেন না। কম্পিউটারকে ভাইরাসমুক্ত রাখতে ভালোমানের ভাইরাস স্ক্যানার ব্যবহার করুন। উইন্ডোজ ১০ কিংবা ১১ এর ভিতরে ডিফল্ট ভাইরাস স্ক্যানার দেওয়া আছে। এটিও ভালো কাজ করে। নিয়মিত সি ড্রাইভ ভাইরাস স্ক্যানার দিয়ে স্ক্যান করুন। দেখবেন আপনার এই রুটিন কাজে আপনার কম্পিউটার রয়েছে ভাইরাসমুক্ত এবং আপনাকে ভারো সেবা দিচ্ছে।



ব্রাউজারের হিস্টোরি এবং কুকি রেগুলার ক্লিন করে রাখুন
ব্রাউজারের ব্রাউজিং হিস্টোরি এবং কুকি পরিস্কার রেখে কম্পিউটারের র‌্যামকে কার্যকর রাখা যায়। এগুলো জমে থাকলে অনেকসময় কম্পিউটারের গতি কমে যায়। কারণ এগুলো র‌্যামের গতি কমিয়ে দেয়। তাই ব্রাউজার খুলে Shift+Ctrl+Delete কমান্ড চেপে সব হিস্টোরি ডিলিট করে দিন। এই কাজগুলো করলে আপনার কম্পিউটারের গতি ভালো থাকবে।

কম্পিউটারের গতি বাড়াতে আরও যা যা করতে পারেন
স্লো হয়ে যাওয়া কম্পিউটারের গতি বাড়াতে start ম্যানুতে যেয়ে run অপশনে ক্লিক করুন। run উইন্ডো নামের একটি উইন্ডো অপেন হবে। run উইন্ডোতে msconfig লিখুন। তারপর startup ট্যাবে ক্লিক করার পর যে প্রোগ্রামগুলো রান করছে তার তালিকা দেখাবে। যেগুলো স্টার্টআপের সময় আপনি অপেন করতে চাইছেন না সেগুলোতে ক্লিক করে টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দেবার পর ওকে বাটনে ক্লিক করে কম্পিউটার রিস্ট্রার্ট দিয়ে নিতে হবে। রিস্ট্রার্ট হওয়ার পর সিস্টেম কনফিগারেশন ইউলিটি নামে একটি উইন্ডো আসতে পারে। সেখানে ওকে করে দিবেন।

পুরনো কম্পিউটারের গতি বাড়িয়ে নেবার ট্রিকস
কম্পিউটারের উইন্ডোজ সার্চ অপশনে যান। সার্ভিসেস টাইপ করুন। সেইস মেইন খুলুন। SysMain এর অটোমেটিক অপশন খুলে ডিজএবল করতে হবে। নীচের সার্ভিস স্ট্যাটাস স্টপ করে দিন। রিস্ট্রার্ট দিয়ে দেখুন কম্পিউটার আগের থেকে ফাস্ট হয়েছে।

টেম্পরারি ফাইল অটোমেটিক ডিলিট করতে চাইলে যা করতে হবে
কম্পিউটার চালনায় অভিজ্ঞরা বিষয়টি জানেন। আপনার কম্পিউটারের টেম্প ফাইল/জাঙ্ক ফাইল অটো ডিলিট করলে চাইলে একটি টেক্সট ফাইল লিখে সেভ করতে হবে। ফাইলের নাম পরিবর্তন করে লিখুন junk_remover.bat। টেক্সট ফাইলে ভিতরে লিখুন del C:\Windows\Prefetch\*.* /Q
Rundll32.exe advapi32.dll,ProcessIdleTasks। junk_remover.bat নামে সেভ করা ফাইলে ডাবল ক্লিক করলেই অপ্রয়োজনীয় জাঙ্ক ফাইলগুলো ডিলিট হয়ে যাবে।

Leave a Comment