করোনা ভাইরাস ও মাইক্রোচিপ বিষয়ক গুজব

করোনা ভাইরাস এই সময়ে সারা পৃথিবীকে এলোমেলো করে দিয়েছে। পরিবর্তন এসেছে সামাজিক আচার-আচরণের। একদিকে ভয় ও আতঙ্ক অন্যদিকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকার জন্য স্বাস্থ্য বিধি মেনে চলার অনিহার কারণে বিভিন্ন দেশের সরকারকে করোনা ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষিত রাখা কঠিন হয়ে পড়েছে। উন্নত দেশে যেমন স্বাস্থ্য বিধি এবং সামাজিক দূরত্ব মানার বিরুদ্ধে প্রচারণা আছে তেমনি অনুন্নত দেশে শিক্ষিত ও অশিক্ষিত মানুষকে বুঝানো যাচ্ছে না যে, করোনা ভাইরাস নামের কিছু একটা আছে।

করোনা ভাইরাসের ভ্যাকসিন যদিও দ্রুত এসেছে তারপরও সারা পৃথিবীর মানুষকে ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন দেওয়া কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে ভ্যাকসিন বিষয়ে নতুন কুটনীতির অভিজ্ঞতা অর্জন করছে পৃথিবী। বাংলাদেশ সরকারও করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে ও নাগরিকদের সুরক্ষিত রাখতে নানা পদক্ষেপ নিচ্ছে। যদিও মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় সুসমন্বয় পরিলক্ষিত হচ্ছে না। তারপরও সরকার বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন এনেছে।

বাংলাদেশ সরকার সুরক্ষা এ্যাপের মাধ্যমে নাগরিকদের টিকা প্রদানের একটি সুন্দর পদ্ধতি দাঁড় করিয়েছে। কিন্তু এই ভ্যাকসিন নেওয়ার সময় একদল জ্ঞানপাপী বলতে শুরু করলো করোনা ভাইরাস মহামারী আসলে একটি ষড়যন্ত্র। এর উদ্দেশ্য মানুষের শরীরে এমন একটি মাইক্রোচিপ বসিয়ে দেওয়া যেটি সারাক্ষণ মানুষকে পর্যবেক্ষণ করবে। তারা বলছে এর মূলে রয়েছে ইহুদিদের ষড়যন্ত্র বিশেষত মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস এর নাম প্রচার করছে। তবে ভ্যাকসিনে এমন কোন মাইক্রোচিপের অস্তিত্ব থাকার কোন প্রকার সম্ভাবনাই নেই। মাইক্রোচিপ সহ ভ্যাকসিনের কোন প্রমানও নেই যে, বিল গেটস ভবিষ্যতে জন্য এরকম কোন ষড়যন্ত্র করছেন। ‘দ্য বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ এই বিষয়ে বিবৃতি দিতে বাধ্য হয়েছেন যে, মাইক্রোচিপ যুক্ত ভ্যাকসিন বিষয়ে যে গুজব তা পুরাপুরি মিথ্যা।

Leave a Comment