কি চমক আছে হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে

কি চমক আছে হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এখন আমাদের জীবনকে সহজ করে তুলেছে। এই সমাজিক মাধ্যমের মধ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার বিশ্বের কোটি কোটি মানুষ। তথ্য আদান প্রদান, ছবি, ভিডিও ও নানা গুরুত্বপূর্ণ ফাইল শেয়ারের জন্য এই প্লাটফর্ম অনেক বেশি ব্যবহার হয়ে থাকে।

হোয়াটসএ্যাপের নতুন আপডেটে নতুন নতুন অনেক পরিবর্তন। লগো, কালার থেকে ব্যবহারকারীর ইন্টারফেস সবকিছুতেই পরিবর্তনের ছোঁয়া লাগছে। বিবিন্ন প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন হোয়াটসঅ্যাপে চ্যাট করতে যাতে ব্যবহারকারীদের অসুবিধা না সেই দিকে নজর দেওয়া হচ্ছে। নতুন পরিবর্তনে ব্যবহারকারীরা আরও বেশি সুবিধা পাবেন।

হোয়াটসঅ্যাপের ডার্ক মোড আরও অন্ধকার হবে। এতে করে এসএমএস পড়তে আর বেশি সুবিধা হবে। লাইট মুডের ক্ষেত্রে অতিরিক্ত হোয়াইট স্পেস বা সাদা জায়গা এবং লোগোর সবুজ রঙে সামান্য পরিবর্তন হবে। হোয়াটসঅ্যাপের নেভিগেশন ট্যাব উপর থেকে নিচের দিকে নেমে এসেছে। সার্চবারের স্থানেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। যাতে তা দ্রুত নজরে পড়ে।

Leave a Comment