গ্রাফিক্স ডিজাইন কীভাবে শিখবো?

গ্রাফিক্স ডিজাইন শিখবেন কীভাবে?

গ্রাফিক্স ডিজাইন শেখার পূর্বে আমাদের আগে বুঝতে হবে গ্রাফিক্স ডিজাইন কী? বিভিন্ন সাইটে চটকদার বিজ্ঞাপন দেখে বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে কিংবা ইউটিউবে এই চ্যানেল ঐ চ্যানেল করে করে গ্রাফিক্স ডিজাইন শেখা হয়ে ওঠে না। গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য আপনার অস্থিরতা আপনাকে সফল হতে দেয় না। আপনি যদি ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে চান তো কিছু নিয়ম আপনাকে মানতে হবে।

গ্রাফিক্স ডিজাইন কীভাবে শিখবো?

১. আপনাকে প্রচুর পরিমাণে অভিজ্ঞ ডিজাইনারদের ডিজাইন দেখতে হবে।
২. শেখার আগে আপনার চোখটাকে প্রথমে তৈরি করতে হবে।
৩. দেখুন একজন অভিজ্ঞ ডিজাইনার তার ডিজাইনগুলো করতে কোন কোন ধাপগুলো অনুসরণ করে।
৪. গ্রাফিক্স ডিজাইনের সফটওয়্যারের লে আউট ও টুলসগুলো ব্যবহারে দক্ষ হয়ে উঠুন প্রথম।
৫. গ্রাফিক্স সফটওয়্যারের টুলসে দক্ষ হওয়ার পর নিজে নিজে লেআউট তৈরি করে দক্ষদের পরামর্শ নিয়ে কাজ করতে থাকুন।
৬. একজন দক্ষ ডিজাইনারকে আপনার ডিজাইন দেখান ও তার পরামর্শ নিন।

ডিজাইনার হওয়ার জন্য আঁকাআঁকি কতটা জরুরি

গ্রাফিক্স ডিজাইনের বড় বিষয় হলো আপনাকে আঁকা আঁকির ওপর কিছুটা হলেও দক্ষতা থাকতে হবে। না থাকলেও ক্ষতি নেই। আজকাল অনলাইনে অনেক রিসোর্স পাওয়া যায় যা দিয়ে আপনার আঁকা আঁকির কমতিকে পুষিয়ে নিতে পারবেন। তবে একজন ভালো আঁকতে পারা মানুষের সাথে আপনি প্রতিযোগিতায় একটু পিছিয়ে থাকবেন তা আর বলতে হয় না। তাই অল্পবিস্তর হলেও আঁকা-আঁকির চেষ্টা করুন। দেখবেন ফল ভালো আসতে শুরু করেছে। লগো ডিজাইন করার পূর্বে যদি কাগজে ক্সেস করে নেওয়া হয় তবে সেই লগো অনেক ভালো হয়।

কী কী সফটওয়্যার সাধারণত ব্যবহার করা হয়?

গ্রাফিক্স ডিজাইনের জন্য সাধারণত এডব ফটোশপ ও এডব ইলাস্ট্রেটর সফটওয়্যার বেশি ব্যবহার হয়ে থাকে। ভেক্টর ডিজাইনের জন্য ইলাস্টেটর ও পিক্সেল বেজড কাজের জন্য ফটোশপ ব্যবহার হয়ে থাকে। ভালো ডিজাইনার হওয়ার জন্য এই সফটওয়্যারগুলোর হালনাগাদ ভার্সন ব্যবহার করা উত্তম। এই সফটওয়্যারগুলো নিজে নিজে শিখতে গেলে অনেক সময় লাগবে। আপনার উচিত হবে ভালো প্রতিষ্ঠানে ভির্তি হওয়া নয়তো বিভিন্ন প্রেসে কিংবা গ্রাফিক্স ডিজাইন হাউজগুলোতে চুক্তিভিত্তিক হয়ে শেখা। এতে করে বাস্তবভিত্তিক বিভিন্ন প্রজেক্টের সাথে যুক্ত থেকে কাজ করার মত দক্ষতা অর্জন করবেন শুরু থেকেই।

ইউটিউব দেখে কী শেখা যায়?

একটি সফটওয়্যার সম্পর্কে দক্ষতা অর্জনের জন্য ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও আছে। তবে এর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। ইউটিউবে টিউটোরিয়াল দেখে শিখতে চাইলে আপনাকে প্রথমে বুঝতে হবে সফটওয়্যারটি কীভাবে কাজ করে। এর জন্য অনলাইনে ইবুক পাওয়া যায় প্রথমে আপনাকে ইবুক পড়ে সফটওয়্যার সম্পর্কে বেসিক ধারণা গ্রহণ করুন। আপনি কী করতে চান এই সফটওয়্যার দিয়ে তা ঠিক করুন। তারপর এমন ইউটিউব চ্যানেল খুঁজে বের করুন যেখানে চেইন টিউটোরিয়াল রয়েছে। সফটওয়্যারের শুরু থেকে দেখানে হয়েছে। এই ধরণের ধারাবাহিক টিউটোরিয়াল না দেখলে নতুন অবস্থায় কিছুই তেমন শেখা যাবে না।

গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য ড্রইং শিখতে হবে কেন?

হ্যাঁ অনেকে ড্রইং না শিখেই বিভিন্ন রিসোর্স ব্যবহার করে ভালো ডিজাইন করে থাকে। একজন ভালো ডিজাইনার হওয়ার জন্য অবশ্যই ভালো ড্রইং শেখা উচিত। অনলাইনে অনেক সাইট রয়েছে যেখান থেকে আপনি ড্রইং শিখতে পারবেন।

এখন প্রকাশনা থেকে অনলাইন কাজের জন্য দিন দিন গ্রাফিক্স ডিজাইনের চাহিদা বেড়েই চলেছে। তাই একজন বেকার যুবক কিংবা যুবতী বসে না থেকে গ্রাফিক্স ডিজাইন শিখে অনলাইন থেকে শুরু করে অফলাইন সব ক্ষেত্রে ভালো করতে পারে। বেকারত্বের হতাশা থেকে মুক্ত হতে পারে। মনে রাখবে বসে থাকলে দক্ষ হতে পারবেন না। আর দক্ষ না কাজও পাবেন না। কাজের সাথে সম্পর্ক হচ্ছে টাকার। সুতরাং বসে বসে স্বপ্ন না থেকে স্বপ্নকে কাজে রূপান্তর করুন।

Leave a Comment