টিকটকের সুবিধা ইউটিউবে, কিন্তু কেন?

টিকটকের ভিডিওগুলো ছোট ছোট হয়। ভিডিও গুলো থাকে লম্বালম্বি। টিকটক এই সময়ে খুব জনপ্রিয় হয়েছে। এতদিন টিকটকে এই ধরনের ভিডিও দাপাদাপি করে বেড়ালেও এখন ইউটিউবের দুনিয়োতে টিকটকের মত ভিডিও বেশ অনেকদিন ধরেই চলছে। “ইউটিউব শর্টস” নামের ভিডিওগুলো এতদিন আমরা দেখছিলাম আমাদের মোবাইলে। এখন বাংলাদেশ থেকেও ইউটিব শর্টস ভিডিও আপলোড করা যাচ্ছে। এই সুবিধা এখন ইউটিউব সারা পৃথিবীর জন্য উন্মুক্ত করেছে। এখনও এটি বেটা ভার্সনে থাকলেও বিশ্বব্যাপী 100 টির বেশি দেশে ইউটিউব শর্টস ভিডিও দেখা যাচ্ছে।

ছোট ভিডিও শেয়ারের প্লাটফর্ম হিসেবে এতদিন টিকটক তমুল জনপ্রিয়তা নিয়ে দাঁড়িয়ে ছিলো। এখন ইউটিব শর্টস টিক ভিডিওর সাথে পাল্লা দেবে বলেই পর্যবেক্ষকগণ মনে করছেন। অল্প সময়ের মধ্যে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ধারণা করা হচ্ছে ইউটিউব নতুন নতুন ফিচার যোগ করে আরও বেশি সুবিধা প্রদান করবে। ইউটিউবের কোন ভিডিও থেকে কিছু অংশের অডিও শর্টসে যোগ করার সুবিধা আসতে চলেছে। এই সুবিধা যোগ হলে ইউটিউব টিকটককে চিন্তায় ফেলবে তা বলার অপেক্ষা রাখে না। ইউটিউবকে নতুন করে ব্যবহারকারী খুঁজতে হবে না। ইউটিউবের নিজের রয়েছে প্রচুর ব্যবহারকারী। অন্যদিকে টিকটকও প্রতিযোগতার নতুন আভাস দিচ্ছে। তারা এখন আর ক্ষুদে ভিডিও শেয়ারের প্লাটফর্ম হিসেবে থাকতে চাইছে না। তারা এখন তিন মিনিট পর্যন্ত ভিডিও শেয়ারের সুবিধা দিয়েছে। এবং স্মার্ট টিভির জন্য এ্যাপ প্রকাশে উদ্যোগ গ্রহণ করেছে। দেখে বোঝাই যাচ্ছে ভিডিও শেয়ারের দুই প্লাটফর্ম একে অপরের সাথে বেশ দারুন প্রতিযোগতায় নেমেছে। নতুন নতুন সুবিধা যোগ হলে ব্যবহারকারী কতটা সুবিধা পায় তা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment