তুলসী গাছের উপকারিতা

তুলসী গাছের উপকারিতার কথা যদি সবাই জানতো তবে বাংলাদেশের প্রতিটি বাড়িতে তুলসী গাছের বাগান থাকতো। তুলসি গাছের বীজ, বাকল, শেকড় এবং পাতা সবকিছুই উপকারি। তুলসি গাছ ঔষধি গাছ। বিভিন্ন রোগে তুলসী গাছ বেশ উপকার করে থাকে। ফুসফুসের দুর্বলতা, কাশি, শ্বাসকষ্ট, সর্দিজ্বর, চর্মরোগ, হাঁপানি, বসন্ত, হাম, কৃমি, ঘামাচি, রক্তে চিনির পরিমাণ হ্রাস, কান বেদনা, ব্রঙকাইটিস, আমাশয়ে তুলসী পাতা দিয়ে তৈরি ঔষধ বেশ কাজে দেয়। তুলসী পাতা দিয়ে বানানো ঔষধ অজির্ণেও বেশ কাজে দেয়। ঘরে তুলসী থাকলে মশার উপদ্রপ থেকে বাঁচা যায় বলেও বলা হয়ে থাকে।

শরীরকে সুস্থ রাখতে চাইলে সকালে উঠে খালি পেটে তুলসী পাতা পানের মত চিবিয়ে খেলে মুখের রুচি বাড়ে। জ্বরের মধ্যে তুলসী পাতার রস খেতে পারেন। বেশ উপকার পাওয়া যায়। অনেকের মুখে দুর্গন্ধ থাকে, মুখে শ্লেষ্মা তৈরি হয়, তাঁরা যদি তুলসী পাতা গরম পানিতে সিদ্ধ করে সে পানি দিয়ে গড়গড়া করেন তবে উপকার পাওয়া যায়। বাজার থেকে দামী মাউথ ওয়াশ এর কোন প্রয়োজনই পড়বে না। তুলসী চা মানসিক অবসাদ দূর করে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করে। চোখের সমস্যা হলে, ভাইরাসের আক্রমণ হলে কয়েকটি তুলসী পাতা রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি দিয়ে চোখ ধুলে চোখের উপকার হয়। তুলসী গাছ খুব আদরে থাকতে পছন্দ করে। অধিক পানিতে তুলসী গাছ বাঁচে না।

Leave a Comment