প্রথম ওয়েব ব্রাউজার কেমন ছিলো?

প্রথম ওয়েব ব্রাউজার কেমন ছিলো?

আমাদের প্রায়ই জানতে ইচ্ছে হয়- ইন্টারনেটে ভ্রমণের জন্য যে ওয়েব ব্রাউজার সেটির প্রথম ভার্সন কী ছিলো? বর্তমানে গুগল ক্রোম, মজিলা ফায়াফক্স এর মত জনপ্রিয় ওয়েব ব্রাউজারের আদি ভার্সনের নামই বা কী ছিলো? ইন্টারনেট দুনিয়ার পরিভ্রমণ করার জন্য প্রথম ব্যবহার করা ওয়েব ব্রাউজারের নাম হচ্ছে মোজাইক। এন্ড্রিসেন হরোভিৎস এর সহ প্রতিষ্ঠাতা মার্ক এন্ড্রিসন ১৯৯৩ সালে সহকর্মি এরিক বিনাকে নিয়ে ব্রাউজারটি তৈরি করেছিলেন। তিনি ১৯৯৩ সালে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি গ্রহণ করে আইবিএম প্রতিষ্ঠানে ইন্টার্নি করছিলেন। “মোজাইক” ওয়েব ব্রাউজারের পরে নাম পরিবর্তন করে রাখেন নেটস্কেপ নেভিগেটর। এই ব্রাইজারেই প্রথম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়েছিলো। ২৩ জানুয়ারি ১৯৯৩ সালে এটি মুক্তি পায় এবং ৭ জানুয়ারি ১৯৯৭ সালে প্রকাশিত হয়েছিলো এটির সর্বশেষ সংস্করণ।

Leave a Comment