ফেক ফেসবুক আইডি রিপোর্ট করার নিয়ম

ফেক ফেসবুক আইডি রিপোর্ট করার নিয়ম


ফেসবুক আমাদেরকে মানুষের সাথে মানুষের, বন্ধুর সাথে বন্ধুর, নিকট জনের সাথে যোগাযোগ সহ করেছে। আমরা ফেসবুকে মনের আবেগ ঢালি। ছবি শেয়ার করি। লাাইক, শেয়ার দিয়ে মনে মনে আনন্দ পাই। এই আনন্দের ভিতরে একটি নিরানন্দ হচ্ছে ফেক আইডি। অনেকে অনেক প্রয়োজনে ফেক আইডি করে থাকে। ব্যবসা করার জন্য অনেকে ফেক আইডি করে। কিন্তু সেই আইডি যখন আপনার ছবি ও তথ্য ব্যবহার করে করবে তখনই লাগে যত গন্ডগোল। এতে করে আপনার ইমেজ ও নিরাপত্তার ক্ষতি হতে পারে। ফেসবুকে নিজের ফেক আইডি দেখে অনেক ভাবনায় পড়ে যাই এই ফেক আইডি কেমন করে বন্ধ করবো। যেহেতু এই ফেক আইডির নিয়ন্ত্রণ তার হাত নেই। এর জন্য সহজ হচ্ছে ফেসবুককে জানিয়ে দেওয়া। এটাকে রিপোর্ট করাও বলে থাকে। ফেক আইডিকে রিপোর্ট করার পদ্ধতি সম্পর্কে অনেকের না জানার কারণে করতে পারেন না। কিন্তু এই পদ্ধতি খুব একটা কঠিন নয়। ফেসবুকে ফেক আইডি রিপোর্ট করার নিয়ম এখানে দেখে নিন।

ফেসবুকে ফেক আইডি রিপোর্ট


তিনটি সহজ ধাপের মাধ্যমে আপনি ফেসবুকে ফেক আইডিকে রিপোর্ট করতে পারবেন।
১. আপনি যে আইডিকে রিপোর্ট করবেন তার প্রোফাইলে প্রবেশ করুন।
২. ফেক আইডির প্রোফাইল পিকচারের পাশে ম্যাসেঞ্জার এর আইকন দেখতে পাবেন তার ডানে তিনটি ডট দেখতে পাবেন। সেখানে টাচ করলে রিপোর্ট ও ব্লক অপশন আসবে।
৩. এবার আপনি কী কারণে ফেক আইডিটি রিপোর্ট করতে চান সেই কারণটি সিলেক্ট করে দিন। যদি আপনার নিজের ছবি বা নাম দিয়ে আইডি করে থাকে তবে pretending to be someone এই অপশনটি সিলেক্ট করুন। এর পরে ফ্রেন্ড, মি, সেলিব্রেটি ইত্যাদি অপশন আসবে। আপনি মি সিলেক্ট করে নেক্সট চেপে প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

ফেসবুক আইডি রিপোর্ট করার ক্ষেত্রে সতর্কতা


ভুলভাল অন্যের আইডিতে বিনা কারণে রিপোর্ট করবেন না। এটা করলে নিজের আইডর ওপর ঝামেলা ডেকে আনতে পারেন। কারণ ফেসবুক রিভিউ করে দেখে যখন সত্যতা খুঁজে পাবে না তখন আপনার আইডির ওপর এ্যাকশন নেবে। সবাই নিরাপদে থাকুন। নিরপাদ ফেসবুক ব্যবহার করুন।

 

Leave a Comment