বিসিএস প্রস্তুতি শুরু করবেন কীভাবে?

বিসিএস প্রস্তুতি শুরু করবেন কীভাবে?
উচ্চতর ডিগ্রি নিয়ে অনেকেই বিসিএস করতে চান। কিন্তু সঠিক প্রস্তুতির অভাবে অনেক মেধাবী মানুষও বিসিএস থেকে বঞ্চিত হন। বিসিএস পরীক্ষার একাধিক ধাপ রয়েছে। প্রথমে প্রিলি পরীক্ষা হয়। প্রিলিতে পাশ করলে পরবর্তী ধাপের জন্য একজন পরীক্ষার্থী বিবেচনায় আসেন। বিসিএস প্রিলিতে টেকা কী খুবই কঠিন? সঠিক প্রস্তুতি না থাকলে অনেক সহজ বিষয়ও কঠিন। সঠিক প্রস্তুতি নেওয়া থাকলে লক্ষ লক্ষ প্রতিদ্বন্দির মাঝে নিজেকে এগিয়ে রাখা যায়। বিসিএস প্রিলিতে পাশ করার জন্য পরিকল্পনা করে প্রস্তুতি নিতে হবে।

বিসিএস প্রিলির সিলেবাস আগে দেখুন
একটি সিলেবাসে সেই পরীক্ষার আউটলাইন দেওয়া থাকে। পরীক্ষায় কী কী বিষয় থাকবে সেই সিলেবাস থেকেই ভালো ধারণা পাওয়া যায়। পূর্বের বছর কী ধরণের প্রশ্ন হয়েছে সেগুলোও দেখুন। পূর্বের প্রশ্নগুলো থেকে আপনি সঠিক ধারণা পেয়ে যাবেন যে, বিসিএস প্রিলিতে কী ধরণের প্রশ্ন হতে পারে। অনেক সময় পূর্বের বছরের অনেক প্রশ্ন কমন পাওয়া যায়। বাজারে বিভিন্ন ধরণের জব সলিউশন গাইড পাওয়া যায় যেগুলোতে বিসিএস প্রিলির পূর্বের বছরগুলোর প্রশ্ন পাওয়া যাবে।

বর্তমান সময়ের বিভিন্ন তথ্য সম্পর্কে তথ্য রাখুন
বর্তমান সময়ের বিভিন্ন তথ্য সম্পর্কে হালনাগাদ থাকুন। নিয়মিত পত্রিকা পড়ুন। সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য নোট বইয়ে নোট করে নিন। বিসিএস প্রিলির জন্য বাজারে অনেক গাইটবই, প্রশ্নের তথ্য ভান্ডার ইত্যাদি পাওয়া যায়। যেগুলো এনালাইসিস করে দেখুন। দেখবেন প্রিলি সম্পর্কে আপনার ভয় কেটে গেছে। আপনি নিজে অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। বিগত সময়ের অনেক নিয়োগ পরীক্ষা থেকে বিসিএস প্রিলির প্রশ্নে কমন পাওয়া যায়। তাই বাজার থেকে ভালো মানের একটি জব সলিউশন কিনে নিন। সেখান থেকে আপনি ভালো তথ্য পেয়ে যাবেন। বাজার থেকে ভালো মানের মডেল টেস্টের বই কিনে নিজে নিজে পরীক্ষা দিন। এভাবে আপনি যাচাই করতে পারবেন আপনার কোন বিষয়ে আরও উন্নতি করতে হবে।

অংক ও ইংরেজি এবং বাংলা গ্রামার ঝালিয়ে নিন
বিসিএস প্রিলিতে ভালো করার জন্য আপনাকে পড়তে হবে মাধ্যমিক স্কুলের লেখাপড়া। মাধ্যমেকি স্কুলের অংক, ইংরেজি এবং বাংলা ব্যাকরণ বই পড়ুন। অনেকেই ইংরেজি ও অংকে ভালো না করার কারণে বিসিএস প্রিলি থেকে বাদ পড়ে যান। মাধ্যমিক স্কুলের লেখাপড়া সম্পর্কে অনেকে অবহেলা করে ভাবেন এগুলো তো আমার জনাই! শেষে পরীক্ষার হলে গিয়ে আর মনে পড়ে না।  তাই বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার ও অংক জ্ঞান বাড়াতে ছোট ক্লাসের বই পড়ুন। যারা বিসিএস করতে চান তারা দেখা যায় অনেক ইন্টারভিউয়ে অংশগ্রহণ করেন না। এটি না করে বিভিন্ন ইন্টারভিউয়ে অংশগ্রহণ করুন দেখবেন এ’থেকে আপনার আত্মবিশ্বাস বাড়তে শুরু করেছে।

অবহেলা না করে- সময়েকে সঠিকভাবে কাজে লাগান। পরীশ্রম ছাড়া কখনও কিছু হয়নি হবে না। কষ্টের ফল মিষ্টি হয়। ঘুমিয়ে ঘুমিয়ে কিছু পাওয়ার আশা না করে পরীশ্রম করুন দেখবেন পরবর্তী জীবনে অনেক আনন্দ করতে পারবেন। প্রতিদিন এক ঘন্টা করে বাড়িয়ে দিন। সমমনাদের নিয়ে স্টাডি গ্রুপ করুন এবং নিজেরা নিজেদের পরীক্ষা নিন। দেখবেন এভাবে আপনি অনেকের থেকে এগিয়ে গেছেন। পরিমিত আহার, নিয়ম করে ঘুম, সুশৃঙ্খল জীবন আপনাকে দিতে পারে সুন্দর একটি ভবিষ্যৎ। ভালো সঙ্গ ও ভালো চর্চা আপনাকে অনেকের থেকে এগিয়ে দেবে।

Leave a Comment